May 25, 2023
চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, সন্ত্রাস নির্মূলে আলোচনা সভা অনুষ্ঠিত
আইসিটি ডিভিশন বাংলাদেশ এর আর্থিক সহোযোগীতায় ও রশ্মি হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরএইচডিও) এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৫ মে) মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, সন্ত্রাস নির্মূলে “কিশোরদের উন্নয়নে আইসিটি-১” শীর্ষক প্রকল্পের উদ্বোধন ও আলোচনা সভা চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব টিএসএম ফিদা হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আবুল হোসেন ও বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রদুত সংস্থা-এএস এর নির্বাহী পরিচালক জনাব মো: জাকির হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএইচডিও’র নির্বাহী পরিচালক জনাব মো: সাইফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে টিএসএম ফিদা হাসান বলেন, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং বর্তমানে আমাদের দেশের প্রধান সামাজিক ব্যাধি। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সামাজিক সমস্যা নিরসনে কাজ করতে হবে। এসময় তিনি ছাত্র-ছাত্রীদেরকে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, সন্ত্রাসের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে বলেন, মাদক, কিশোর গ্যাং এবং সন্ত্রাস আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তিনি তরুণ প্রজন্মকে যেন এপথে পা নাবাড়িয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে মনোযোগ দেয় সেই আহবান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে জাতির বাতিঘর উল্লেখ করে বক্তারা বলেন, তোমরাই সমাজে আলো ছড়াবে। সব রকমের অন্যায়, অপপ্রচার, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক, সমাজকর্মীসহ বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
0 comments