July 28, 2022
দৈনিক আজকের ভোলা॥
ভোলাস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা “রশ্মি হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরএইচডিও)” এনজিও বিষয়ক ব্যুরো হতে নিবন্ধন সনদ পেয়েছে। সোমবার এনজিও বিষয়ক ব্যুরোর কার্যালয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক জনাব মোঃ সাইফুর রহমানকে নিবন্ধন সনদ প্রদান করা হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক এ প্রতিবেদককে জানান, গ্রামীণ ও শহুরে দারিদ্র বিমোচনের ব্রত নিয়ে ২০১৮ সালের মার্চ মাসে প্রতিষ্ঠানটি অগ্রযাত্রা শুরু করেছে।
তিনি আরো বলেন, এনজিও বিষয়ক ব্যুরো সংস্থার নামে যে নিবন্ধন সনদ ইস্যু করেছে তার নম্বর হলোঃ ৩২৯৮। তিনি বলেন আমাদের সংস্থা ইতোমধ্যে ভোলা সমাজসেবা অধিদপ্তর হতে নিবন্ধীত হয়েছে যার নম্বর: ভোলা-৩৬৮/২০২০ এবং আমাদের সংস্থা ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনার করার জন্য মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি বরাবরে আবেদন করেছে যাহার জমা নম্বর ২০৫৯।
http://www.ajkerbhola.com/24272
0 comments