Oct. 3, 2022
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় এডাবের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থায় সুশাসন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিডিএস কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন এডাব ভোলা জেলার সভাপতি এবং স্থানীয় এনজিও বিডার নির্বাহী পরিচালক আক্তার হোসেন লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমেঃ এডাব বরিশালের সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, অগ্রদূত সংস্থা-এএস এর নির্বাহী পরিচালক জাকির হোসেন চৌধুরী, বাসা মহিলা সমিতির সভানেত্রী নিগারুন্নাহার রিংকু এবং আইসিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ মর্তুজা খালেদ। এসময় সেখানে উপস্থিত ছিলেন সিডিআই এর নির্বাহী পরিচালক সৈয়দ মুজিবুর রহমান, আরএইচডিও’র নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান, মুক্তধারা মহিলা সমিতির সভানেত্রী সৈয়দা মুমতাহিনা রাদিয়া প্রমূখ। সেমিনারে ভোলার ২০টি এনজিও প্রধানগণ উপস্থিত ছিলেন। বক্তারা এনজিওসমূহের সুশাসনের ব্যাপারে গুরুত্বারোপ করেন।
http://www.ajkerbhola.com/21771
0 comments