Jan. 31, 2023

“নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার-২০২৩

“নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার-২০২৩ অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের হলরুমে।

উক্ত সভার সভাপতি ছিলেন জনাব মো: তৌফিক ইলাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলা।

সেমিনারের আয়োজোক: জেলা প্রশাসন এবং জেলা কর্মস্থান ও জনশক্তি অফিস, ভোলা।

উক্ত সেমিনারে অংশগ্রহণকারী: ডিডি, স্থানীয় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার,উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সদর উপজেলা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সদর উপজেলা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, আনসার ভিডিপি, সদর থানা, বিভিন্ন ইউনিয়নের সম্মানীত চেয়ারম্যানগন, আরএইচডিও’র প্রতিনিধি, ব্রাক’র জেলা প্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, কৃষক, সাংবাদিক সহ অন্যান্যরা।

সেমিনারের নিরাপদ অভিবাসন নিয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন সেবা সম্পর্কে ব্রিফিং প্রদান করা হয়। যারমধ্যে উল্লেখযোগ্য ছিলো, নিরাপদ অভিবাসন প্রক্রিয়া, বিদেশগামীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, প্রবাসীদের সমস্যা কোন সমস্যা হলে সরকারের কাছে কিভাবে সহায্য চাইবে/পাইবে, প্রবাসীদের সন্তানদের বৃত্তি, প্রবাসীদের চিকিৎসা সহায়তা সহ অন্যান্য বিষয়।

0 comments

Leave a comment