Feb. 7, 2023
“বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে ভোলায় “বাংলা ইশারা ভাষা দিবস ২০২৩” পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে ভোলা জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদফতরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় হতে র্যালি বের হয় ও র্যালি শেষে জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সমাজ সেবা অধিদফতরের সহকারী পরিচালক জনাব কাজী গোলাম কবির মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মো: তৌফিক ই-লাহী চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের অন্যান্য সম্মানিত সদস্য, জেলা/উপজেলা/শহর সমাসজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক, শিশু পরিবারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থা আরএইচডিও’র জেলা প্রতিনিধি, বিভিন্ন বয়ষের প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসময় বক্তারা সবক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। জেলায় বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন তারা।
আলোচনা সভায় সভার সভাপতি জানান, বাংলাদেশে প্রায় ১,৩০,০০০ জন নিবন্ধিত প্রতিবন্ধী রয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তাদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
0 comments