Health

ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকল্প/কর্মসূচীর নাম: ফ্রি মেডিকেল ক্যাম্প।

প্রকল্প এলাকা: সমগ্র ভোলা জেলা।

বাস্তবায়ন বছর: ২০২২ থেকে চলমান। 

প্রকল্পের মেয়াদ: নির্দিষ্ট কোন মেয়াদ নেই (চলমান প্রকল্প)।

প্রকল্প/কর্মসূচীর উদ্দেশ্য: গরীব, অসহায়, অসচ্চল, সুবিধা বঞ্চিত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান। 

প্রকল্প/কর্মসূচীর কার্যক্রম:

১) প্রতি মাসে একটি ক্যাম্পের আয়োজন করা।

২) স্থানীয় জনপ্রতিনিধীদের সাথে আলোচনা পূর্বক মেডিকেল ক্যাম্প আয়োজন করা।

৩) বিনামূল্যে অসহায়, গরীব, অসচ্ছল মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা।

৪) বিনামূল্যে HIV পরিক্ষা করা।

৫) বিনামূল্যে HBsAg পরিক্ষা করা।

৬) বিনামূল্যে RBS পরিক্ষা করা।

৭) বিনামূল্যে Blood Group পরিক্ষা করা।

৮) বিনামূল্যে BP পরিমাপ করা।

প্রকল্প বাস্তবায়নের কাঙ্খিত ফলাফল:

উপকারভোগীর সংখ্যা: ৫০০ জন।

সহোযোগীতায়: বিভিন্ন দানশীল ব্যক্তির দান, সরকারি অনুদান ও সংস্থার নিজস্ব তহবিল