Charity

অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

প্রকল্প/কর্মসূচীর নাম: অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ।

প্রকল্প এলাকা: ভোলা সদর উপজেলা।

বাস্তবায়ন বছর: ২০২০-২০২১

প্রকল্পের মেয়াদ: ০১ বছর।

প্রকল্প/কর্মসূচীর উদ্দেশ্য: অসহায়, অসচ্ছল, দরিদ্র্য মানুষের পাশে সামান্য সহোযোগীতার হাত বাড়ানো।

প্রকল্প/কর্মসূচীর কার্যক্রম: অসহায়, অসচ্ছল, দরিদ্র্য শ্রেণীর মানুষের পাশে দাড়ানো। যারা কোভিড-১৯ প্রদুর্ভাব কালীন সময়ে তাদের উপার্জনের মাধ্যম হারিয়ে অনাহারে দিন কাটানোর উপক্রম হয়েছিল তাদেরকে সামান্য চাল,ডাল, তৈল, পেয়াজ, রশুন, চিনি, লবন ইত্যাদি দিয়ে সাহায্য করা।

প্রকল্প বাস্তবায়নের কাঙ্খিত ফলাফল: কোভিড-১৯ প্রদূর্ভাব কালীন সময়ে অসহায় মানুষের সামান্য অভাব মোছন ও তাদের অনাহারী না থাকার ক্ষুদ্র প্রয়াস।

উপকারভোগীর সংখ্যা:  প্রায় ৫০০ জন।

সহোযোগীতায়: স্থানীয় ব্যক্তি, জনপ্রতিনিধী ও সংস্থার নিজস্ব অর্থায়ন।