Charity

অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রকল্প/কর্মসূচীর নাম: অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।

প্রকল্প এলাকা: ভোলা সদর উপজেলা।

বাস্তবায়ন বছর: ২০২২-২০২৩

প্রকল্পের মেয়াদ: ২৩ মার্চ থেকে চলমান।

প্রকল্প/কর্মসূচীর উদ্দেশ্য: অসহায়, অসচ্ছল, দরিদ্র্য মানুষের পাশে সামান্য সহোযোগীতার হাত বাড়ানো।

প্রকল্প/কর্মসূচীর কার্যক্রম: সমাজের অসহায়, অসচ্ছল, দরিদ্র্য শ্রেণীর মানুষরা যেন এই পবিত্র মাহে রমজানে তাদের ইফতারের উপকরন শুধু পানি না হয়।  তাদেরকে সামান্য ছোলার ডাল, খেজুর, চিড়া, ট্যাং, চিনি, মুড়ি, তৈল, পেয়াজ, রশুন, লবন ইত্যাদি দিয়ে সাহায্য করা।

প্রকল্প বাস্তবায়নের কাঙ্খিত ফলাফল:  ইফতার সামগ্রী পাওয়া ব্যক্তিদের মুখের হাসি, দোয়া ও ভালোবাসা।

উপকারভোগীর সংখ্যা:  প্রায় ১০০ জন।

সহোযোগীতায়: স্থানীয় ব্যক্তি, জনপ্রতিনিধী ও সংস্থার নিজস্ব অর্থায়ন।