Environment
প্রকল্প/কর্মসূচীর নাম: বৃক্ষ রোপন কর্মসূচি।
প্রকল্প এলাকা: ভোলা সদর উপজেলা।
বাস্তবায়ন বছর: ২০২০-চলমান।
প্রকল্পের মেয়াদ: ২০২০ থেকে চলমান।
প্রকল্প/কর্মসূচীর উদ্দেশ্য: পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে একটি দেশের আয়তনের শতকরা ২৫ ভাগ একালাকা বন ভুমি থাকা একান্ত প্রয়াজন বলে বিশেষজ্ঞগন মনেকরেন কিন্তু আমাদের দেশের আয়তনের তুলনায় বনাচ্ছাদিত এলাকার পরিমান মাত্র ৭.৭ ভাগ এবং এলাকার ১৪ শতাংশ বনাঞ্চল। পরিবেশগত ভারসাম্য রক্ষায় বনভুমি যেমন বিরাট ভুমিকা রয়েছে তেমনি সুসম অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম।
প্রকল্প/কর্মসূচীর কার্যক্রম:
প্রকল্প বাস্তবায়নের কাঙ্খিত ফলাফল:
রোপনকৃত বৃক্ষের সংখ্যা: ৩০০ টি।
সহোযোগীতায়: সংস্থার নিজস্ব অর্থায়ন।