ICT
প্রক্রিয়াধীন
প্রকল্প/কর্মসূচীর নাম: কিশোরদের উন্নয়নে আইসিটি-১।
প্রকল্প এলাকা: ভোলা সদর উপজেলা।
বাস্তবায়ন বছর: ২০২২-২০২৩, ২০২৩-২০২৪ অর্থবছর।
প্রকল্পের মেয়াদ: ১২ মাস।
প্রকল্প/কর্মসূচীর উদ্দেশ্য: প্রকল্পের উদ্দেশ্য থাকবে ১৫-২২ বছর (৯ম শ্রেণী-দ্বাদশ শ্রেণী) পর্যন্ত স্কুল পড়ুয়া কিশোরদের, পিছিয়ে পড়া লক্ষ্যভূক্ত গোষ্ঠীর সন্তানদের অবসর সময়টাকে কাজে লাগানো।
প্রকল্প/কর্মসূচীর কার্যক্রম:
১) প্রকল্পের শুরুতে যেই জরিপ কার্য পরিচালনা করা হবে তাতে নির্বাচিত কিশোরদের তথ্য জানা যাবে এবং তাদের পরিবারের সদস্যগণও উক্ত বিষয়ে জানবে। এছাড়াও এলাকার, মহল্লার কিশোর গ্যাং-এর সংখ্যা হ্রাস পাবে সামাজিক অপরাধ কমবে।
২) প্রস্তাবিত প্রকল্পনিয়ে ভিডিও ডকুমেন্টরি তৈরি করা হবে যা সংস্থার ওয়েবসাইট ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রমোট করা হবে যাতে উল্লেখ যোগ্য সংখ্যক লোক দেখতে পারে।
৩) যাদের আর্থিক অস্বচ্ছলতা রয়েছে তারা উক্ত প্রকল্পের মাধ্যমে আইসিটি বিষয়ক দক্ষতা অর্জন করতে পারবে।
৪) প্রস্তাবিত প্রকল্পটির মেয়াদ ১২মাস দেয়া হলেও আমাদের সংস্থাটি যেহেতু একটি অলাভজনক সংস্থা এবং ২০১৮ইং সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় আমাদের সংস্থার নিজস্ব অর্থায়নে যতদিন প্রকল্পের অর্থে ক্রয়কৃত সরঞ্জাম ঠিক থাকবে ততদিন উক্ত প্রকল্প চালু থাকবে।
৫) আইসিটি খাতে নতুনদের আত্মকর্মসংস্থান তৈরি হবে।
৬) অংশগ্রহণ কারীদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হবে যা তাদের ভবিৎতে কাজে লাগবে।
প্রকল্প বাস্তবায়নের কাঙ্খিত ফলাফল:
১) প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে লক্ষ্যভূক্ত কিশোরদের ভবিষৎ অন্ধকারে না গিয়ে উজ্বল হবে।
২) কিশোররা গ্যাং গঠন না করে নিজেদের ভবিষৎ গঠনে মনোজোগী হবে।
৩) ধীরে ধীরে কিশোরগ্যাং বিলুপ্ত হবে এবং সামাজিক অপরাধ কমবে ।
৪) দেশের দক্ষ জনসম্পদ তৈরি হবে।
৫) আত্মকর্মসংস্থানে উৎসাহ বারবে এবং তারা বেকার সমস্যায় ভুগবে না।
৬) সামাজিক অপরাধ নয় বরং তাদের মধ্যে সামাজিক গুণাবলি যেমন: একে অন্যকে সহোযোগীতা করা, একে অন্যের উপর সহমর্মিতা, সমবেদনা বিকশিত হওয়ার সুযোগ তৈরি হবে।
৭) আইসিটি খাতে উক্ত প্রকল্পের মাধ্যমে আরো অংশগ্রহণকারী তৈরি হবে।
৮) প্রকল্পটি সমাপ্ত হলে প্রকল্পের উদ্দেশ্য কতটুকু বাস্তবায়ন/সফল হয়েছে তার প্রতিবেদন তৈরি করা ও উক্ত বিষয় ভিত্তিক ভবিষৎ পরিকল্পনা গ্রহণ করা হবে।
উপকারভোগীর সংখ্যা: ৫০০ জন (সম্ভাব্য)
আর্থিক সহোযোগীতায়: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।